Entertainment

2 hours ago

Mouni Roy-Subhasree Ganguly: মঞ্চে যৌন হেনস্তার শিকার মৌনী রায়,সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন শুভশ্রী

Actress Mouni Roy- Actress Subhasree Ganguly
Actress Mouni Roy- Actress Subhasree Ganguly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বছরের পর বছর কেটে গেলেও নারীদের ওপর হেনস্তার ঘটনা দ্রুতহারে বেড়েই চলেছে। সম্প্রতি এই বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠেছে, যখন ভরা মঞ্চে ঘটেছে টলিউড অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে যৌন হেনস্তার ঘটনা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশাল মিডিয়ায় গর্জে উঠেছেন।

শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “কয়েক সপ্তাহ আগে আমরা নতুন বছরের আগমন উদযাপন করেছি। আমরা ২০২৬ সালে পা রেখেছি। তাতে নতুন কিছুই হয়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে। ভোগ্য পণ্য হিসাবে ভাবা হচ্ছে। সমাজের ঠিক কোন স্তরে ওই মহিলা বসবাস করেন, তাতে কিছু যায় আসে না। এই ব্যবহার ২০২৬ সালেও চলতে থাকবে। বিরক্তি ছাড়া আর কিছুই হয় না। মৌনী তুমি যথেষ্ট শক্তিশালী মহিলা। তুমি দুঃসহ অভিজ্ঞতার কথা শুনে আমার রক্ত ক্ষোভে ফুটছে। তুমি সকল মহিলার প্রতিনিধি হয়ে তোমার বিরুদ্ধে ঘটা অন্যায়ের প্রতিবাদে সুর চড়িয়েছো। আমার শক্তিশালী হও। ভালোবাসা।”অতীতেও শুভশ্রী নিজেও সোশাল মিডিয়ায় একাধিকবার চূড়ান্ত ট্রোলের শিকার হন। তার বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে।


মৌনী রায় নিজেই সোশাল মিডিয়ায় তার ঘটনার বিবরণ দেন। তিনি লিখেছেন, “কার্নালে একটি অনুষ্ঠান ছিল। আমি ওই অনুষ্ঠানে উপস্থিত দু’জন কাকুর বয়সি অতিথির ব্যবহার নিয়ে বিরক্ত। অনুষ্ঠান শুরুর সময় আমি মঞ্চের দিকে যখন হেঁটে যাচ্ছি, তখন ওই কাকুর বয়সি ভদ্রলোক এবং তাঁর পরিবারের পুরুষ সদস্যরা আমার সঙ্গে ছবি তুলতে চান। আমার কোমরে হাত দেন। আমার এটা একেবারেই পছন্দ নয়। আমি বলি দয়া করে হাত সরান।” তিনি আরও লেখেন, “মঞ্চে আরও অসাধারণ কাণ্ড ঘটে। ওই দুই কাকু অশ্লীল অঙ্গভঙ্গি করেন। প্রথমে আমি ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। তারা আমার দিকে গোলাপের পাঁপড়ি ছোড়ে। আমি বুঝতে পেরে বিরোধিতা করি। বিরক্ত হয়ে আমার অনুষ্ঠানের মাঝখানে আমি মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। যদিও তড়িঘড়ি অনুষ্ঠান মঞ্চে ফিরে আসি। তাতেই ওই অভব্য আচরণ থামে।”

মৌনীর আরও অভিযোগ, “বেশ কিছুটা উঁচুতে ছিল মঞ্চ। ওই দুই কাকুর বয়সি ব্যক্তি লো অ্যাঙ্গেলে ছবি তুলছিলেন। এই ঘটনা অনুষ্ঠানে উপস্থিত একজনের নজরে পড়ে। বারণ করা হয়। তাতেই অসভ্যতা বন্ধ করেন তারা। এই ঘটনায় আমি লজ্জিত। আতঙ্কিত। আমি চাই এই অভব্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।” মৌনীর আরও অভিযোগ, “বেশ কিছুটা উঁচুতে ছিল মঞ্চ। ওই দুই কাকুর বয়সি ব্যক্তি লো অ্যাঙ্গেলে ছবি তুলছিলেন। এই ঘটনা অনুষ্ঠানে উপস্থিত একজনের নজরে পড়ে। বারণ করা হয়। তাতেই অসভ্যতা বন্ধ করেন তারা। এই ঘটনায় আমি লজ্জিত। আতঙ্কিত। আমি চাই এই অভব্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।” উল্লেখ্য, এই ঘটনায় এখনও স্পষ্ট নয় যে কর্তৃপক্ষ ওই দু’জনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে কিনা। 


You might also like!