Entertainment

1 hour ago

Madhumita Sarcar Reception: শিবমন্দিরে আশীর্বাদ থেকে বউভাতের আড়ম্বর—মধুমিতা ও দেবমাল্যর জীবনের নতুন অধ্যায় সূচনালগ্নে বিশেষ চমক

Madhumita Sarcar Reception
Madhumita Sarcar Reception

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মধুমিতা। শ্বশুরবাড়িতে পা রাখার আগে অভিনেত্রী শিবমন্দিরে গিয়ে দেবমাল্যর পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নেন। সেই আশীর্বাদের মুহূর্ত থেকেই যেন নতুন সংসারের শুভ সূচনা। এরপর তিনি নিজের নতুন বাড়িতে পা রাখেন, আর তার পরেই প্রকাশ্যে আসে বউভাতের রঙিন আয়োজন। অভিনেত্রীর বউভাত ছিল একেবারে বিশেষ এবং বেশ অন্যরকম। থিম রাখা হয়েছিল কালীপুজো। ‘ভোলেবাবা পার করে গা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে ফেরার পর মধুমিতার বউভাতে এমন থিম রাখা সত্যিই বিশেষ চমক। দর্শকরা স্বাভাবিকভাবেই ভাবছেন—শো-র থিম আর বউভাতের থিমের মিল কি কেবল কাকতালীয়?

মধুমিতার বিয়ের সাজ ছিল সম্পূর্ণ বাঙ্গালিয়ানা ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে। লাল বেনারসি, সোনার গয়নায় একেবারে অন্যরকম লাগছিল তাঁকে। বউভাতে তাঁর পরনে লাল সিল্কের শাড়ি। সঙ্গে সিক্যুইন ও জরির কাজ। গলায় কুন্দনের গয়না। খোলা চুলে গোলাপের বাহার। দেবমাল্য পরেন সাদা শেরওয়ানি। সঙ্গে দুধসাদা জ্যাকেট। সোনার চেন, রিস্টলেট ও আংটি। দু’জনের দিক থেকেই যেন চোখ ফেরানো দায়। 


বিয়ের মতো বউভাতের আয়োজনও কোনো অংশে কম নয়। পেটপুজোর জন্য তৈরি করা হয়েছিল অসাধারণ সব খাবার। শুরু থেকে শেষ পর্যন্ত মেনু ছিল মনোহর। ফুচকা থেকে গন্ধরাজ ঘোল, আমপোড়ার শরবত, মিন্ট লেমন দিয়ে ডাবের জল গলা ভেজাতে কী ছিল না। সঙ্গে আবার কেশর চা। স্টার্টারে ছিল গোল্ডেন প্রন, ফিশ ফ্রাই, কাবাব ও গন্ধরাজ চিকেন। মেন কোর্সে লুচি, কড়াইশুটির কচুরি, আলুর দম, ভেজিটেবল চপ, ভাত, ফুলকপির রোস্ট, বাসন্তী পোলাও, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, দই কাতলা, গোলবাড়ির কষা মাংস ও চাটনি। ডেসার্টে ছিল রসগোল্লা, রসমালাই, জিলিপি সহ রকমারি মিষ্টি। এদিনের বউভাত যেন বিনোদুনিয়ার এক রিইউনিয়ন। বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেছেন।

মধুমিতা-দেবমাল্যর প্রেমের গল্পও কম রোমান্টিক নয়। ব্যস্ত কাজের মধ্যে নিজের জীবনে নতুন প্রেমের অধ্যায় এসেছে। ২০২৪ সালের পুজোর মরশুমে নিজেই অনুরাগীদের সামনে প্রেমের ঘোষণা করেছিলেন মধুমিতা। দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চলতি বছরের মার্চ মাসে তারা দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। সোশ্যাল মিডিয়ায় তাদের রোমান্টিক মুহূর্তগুলোও প্রকাশিত হয়েছে। মধুমিতা ও দেবমাল্য যেন জীবনের নতুন ইনিংসের সূচনা করলেন অত্যন্ত রঙিন ও আনন্দময়ভাবে। প্রেম, শুভেচ্ছা, এবং আড়ম্বর—সবই মিলে এটি ছিল জমজমাট মনোমুগ্ধকর বউভাত।  

You might also like!