
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক মন ছুঁয়ে যাওয়া পারিবারিক মুহূর্তের সাক্ষী থাকল অনুরাগীরা। সোশাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন সলমন খান। সেই ভিডিওতেই ধরা পড়েছে দেশপ্রেম, আবেগ আর নিখাদ পারিবারিক ভালোবাসার ছবি। ভাইজানের ভাগ্নে আহিল এবং ভাগ্নি আয়াতকে দেখা গিয়েছে আসন্ন ছবি ব্যাটেল অফ গালওয়ান-এর দেশাত্মবোধক গান গাইতে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সলমন খান তাঁর আইপ্যাডে ‘মাতৃভূমি’ গানটি শুনছেন এবং নিজেও গুনগুন করে গাইছেন। মামাকে অনুসরণ করে ছোট্ট আহিল ও আয়াতও গান গাওয়ার চেষ্টা করে। সলমন পরেছিলেন একটি সাধারণ কালো টি-শার্ট। আয়াতকে দেখা যায় কমলা-সাদা রঙের সুন্দর পোশাকে, আর আহিল পরে রয়েছে সবুজ রঙের হুডি। গোটা ভিডিও জুড়ে ফুটে উঠেছে একেবারে ঘরোয়া, উষ্ণ এক আবহ। ভিডিওর শেষে সুরকার হিমেশ রেশামিয়ার উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে সলমন বলেন, “তুমি কি অসাধারণ ভাই। দারুণ সুর।” ভাইজানের এই মন্তব্যের জবাবে কমেন্ট বক্সে হাতজোড় করা ইমোজি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিমেশ। এই আদান-প্রদানও অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।

উল্লেখ্য, ব্যাটেল অফ গালওয়ান ছবিটি ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় সংঘটিত ঐতিহাসিক সংঘর্ষ থেকে অনুপ্রাণিত। ছবিতে পূর্ব লাদাখে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘটিত সেই রক্তক্ষয়ী লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে আগ্নেয়াস্ত্র ছাড়াই চরম পরিস্থিতিতে লড়াই করেছিলেন ভারতীয় জওয়ানরা। এই ছবিতে সলমন খান অভিনয় করেছেন একজন ভারতীয় সেনা কর্মকর্তার ভূমিকায়, যিনি গালওয়ান সংঘর্ষের নায়ক কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্র দ্বারা অনুপ্রাণিত। ছবির প্রধান মহিলা চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জেইন শ, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ, অভিলাষ চৌধুরী, নির্ভয় চৌধুরী এবং সিদ্ধার্থ মূলী।
অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবি সাহস, ত্যাগ এবং ভ্রাতৃত্ববোধের এক শক্তিশালী গল্প তুলে ধরবে। প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশরক্ষার লড়াইয়ে ভারতীয় সেনাদের অদম্য মানসিকতার প্রতিচ্ছবি ফুটে উঠবে পর্দায়। আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ব্যাটেল অফ গালওয়ান।
