Entertainment

1 hour ago

Arijit Singh: ৩৮-এই বড় সিদ্ধান্ত! প্লেব্যাককে বিদায় অরিজিতের, কেন এমন সিদ্ধান্ত নিলেন ‘হার্টথ্রব’ গায়ক?

Arijit Singh
Arijit Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই বিনোদুনিয়াকে কার্যত চমকে দেন অরিজিৎ সিং। ব্যক্তিগত এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানিয়ে দেন, আর সিনেমার জন্য প্লেব্যাক গান গাইবেন না। এই ঘোষণার পরেই টিনসেল টাউন থেকে শুরু করে গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের মনে একটাই প্রশ্ন— কেন? কেন মাত্র ৩৮ বছর বয়সেই এমন বড় সিদ্ধান্ত নিলেন আসমুদ্রহিমাচলের ‘হার্টথ্রব’ অরিজিৎ? ঘোষণার পরপরই নানা জল্পনা ছড়িয়ে পড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ, নিজেই নিজের সিদ্ধান্তের নেপথ্যের কারণ ব্যাখ্যা করেছেন জনপ্রিয় এই গায়ক। অরিজিৎ স্পষ্ট করে জানিয়েছেন, কোনও একটিমাত্র নয়, বরং একাধিক কারণ রয়েছে তাঁর এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে।

ব্যক্তিগত এক্স মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘কেবল একটা নয়, একাধিক কারণ রয়েছে। এবং আমি বেশ কিছুদিন ধরেই সেগুলো নিয়ে ভেবেছি। অবশেষে, প্রয়োজনীয় সাহস সঞ্চয় করতে পেরেছি।’ সেই সঙ্গে অরিজিৎ জানিয়েছেন, ‘এর একটি কারণ বেশ সহজবোধ্য। আমি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি। আর এই কারণেই আমি আমার গানের সুরের বিন্যাস ঘনঘন পরিবর্তন করি। এবং সেগুলোকে লাইভে পরিবেশন করি। সুতরাং, এটাই সত্যি- আমি ক্লান্ত হয়ে পড়েছি। নিজেকে বিকশিত করতেই আমার ভিন্ন ধরনের সঙ্গীত অন্বেষণ করা প্রয়োজন।’


এখানেই শেষ নয়। অরিজিৎ আরও লেখেন, ‘আরেকটি কারণ হল, সেই সব নতুন গায়কদের গান শোনার জন্য আমার আগ্রহ, যাঁরা আমাকে সত্যি সত্যি অনুপ্রাণিত করতে পারেন।’ পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়ে অরিজিৎ জানিয়েছেন, ‘আমি সত্যিই ধন্য। আমি সঙ্গীতের একজন ভক্ত। এবং ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে আরও শেখার ও স্বাধীনভাবে গান তৈরিতেই মনোযোগ দেব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। আমার এখনও কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি বাকি আছে। সেগুলো পূরণ করব। তাই, এই বছর আপনারা হয়তো আরও কিছু নতুন কাজ দেখতে পাবেন। বিষয়টি স্পষ্ট করে দিতে চাই… আমি গান তৈরি করা বন্ধ করব না।’

প্রসঙ্গত, ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মঞ্চ থেকে প্রথমবার সকলের নজরে আসেন অরিজিৎ সিং। যদিও সেই প্রতিযোগিতায় তিনি বিজয়ী হননি, তবু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। গত প্রায় দুই দশক ধরে বলিউডের মেল প্লেব্যাক জগতে কার্যত একচ্ছত্র আধিপত্য ছিল তাঁর। অসংখ্য সুপারহিট গানে তিনি জায়গা করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়ে। আচমকাই মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানিয়ে দেন, ‘সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হয়ে আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গেই ঘোষণা করছি যে, এখন থেকে আমি আর নতুন কোনও কাজ করব না প্লে ব্যাক সিঙ্গার হিসেবে। আমি এটা থেকে সরে আসছি। যাত্রাটা ছিল সুন্দর।’ তাঁর ঘোষণার পর স্বাভাবিকভাবেই স্তব্ধ গানের দুনিয়া। এবার প্রশ্ন একটাই— প্লেব্যাকের বাইরে অরিজিতের নতুন সঙ্গীতযাত্রা কোন পথে এগোবে, সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীমহল।

You might also like!