Country

2 hours ago

Bomb threat in Delhi schools: দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, ছড়ালো আতঙ্ক

Students and staff gather outside a school
Students and staff gather outside a school

 

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক। জানা গিয়েছে, উড়ো ফোন এবং ই-মেল মারফত স্কুলগুলিতে বোমা লুকিয়ে রাখার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্কুলগুলিতে চলছে তল্লাশি। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির অ্যামিটি এবং বিড়লা বিদ্যা নিকেতন-সহ বেশ কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, চণ্ডীগড়ের উচ্চ-নিরাপত্তা সরকারি অঞ্চলে অবস্থিত হরিয়ানা সচিবালয়ের অফিসিয়াল ইমেল ঠিকানায় সম্ভাব্য বিস্ফোরক হুমকির বিষয়ে একটি বেনামি ইমেল সতর্কীকরণ পাঠানো হয়েছিল। সতর্কতা হিসাবে, পুলিশ, কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর কর্মী এবং বোমা নিষ্ক্রিয়কারী দলগুলিকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছিল এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভবনটি সাময়িকভাবে খালি করা হয়েছিল।

You might also like!