International

1 hour ago

plane crashes in Colombia: উত্তর-পূর্ব কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

Small plane crashes in Colombia
Small plane crashes in Colombia

 

বোগোটা, ২৯ জানুয়ারি : উত্তর-পূর্ব কলম্বিয়ায় ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল একটি বিমান। বুধবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ক্রু-সহ বিমানে থাকা সব যাত্রীরই। ওই বিমানে ২ জন ক্রু ছাড়াও ১৩ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্য একজন সেখানকার নির্বাচিত জন প্রতিনিধি। বিমানটি সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা যাচ্ছিল।

অবতরণের কিছুক্ষণ আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। কলম্বিয়ার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে কলম্বিয়ার সীমান্তের কাছে ওই বিমানটি ভেঙে পড়ে। বিমান দুর্ঘটনায় একজন নির্বাচিত জন প্রতিনিধি-সহ সমস্ত যাত্রী এবং ক্রু মারা যান।

You might also like!