দেহরাদূন, ১৭ আগস্ট : টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। রবিবার আবহাওয়া দফতর বাগেশ্বর, চামোলি, চম্পাওয়াত, দেহরাদূন, পিথোরাগড়, রুদ্রপ্রয়াগ, তেহরি ও উত্তরকাশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। বন্যার আশঙ্কায় বিপর্যয় মোকাবিলা দফতর সতর্কতা জারি করেছে। মৌলধার-সেরকি সিলা, পুরুকুল-ভিতরলি কিমাড়ি, মালদেবতা-ভৈসওয়াড়, সহস্ত্রধারা-সারোনা সহ একাধিক রাস্তা ভেঙে বন্ধ। অলকানন্দা, ভাগীরথী, সরযূ, যমুনা ও গোমতী নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এদিন প্রশাসন সূত্রে জানা গেছে, বৃষ্টি অব্যাহত থাকলে আগামী দিনে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে