Country

1 month ago

Madhya Pradesh monsoon:মধ্যপ্রদেশে ফের সক্রিয় বর্ষা, ১৪টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

Madhya Pradesh monsoon
Madhya Pradesh monsoon

 

ভোপাল, ১৭ আগস্ট : মধ্যপ্রদেশে ফের সক্রিয় হয়েছে বর্ষাটানা বৃষ্টিতে নদী-নালা ফুলে ফেঁপে উঠেছেরবিবার আবহাওয়া দফতর মধ্যপ্রদেশের ১৪টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেএর মধ্যে খরগোন, খণ্ডওয়াবুরহানপুরে অতি ভারী বর্ষণের আশঙ্কাইন্দোর, ধার, ঝাবুয়া, আলিরাজপুর, বডবানি, দেবাস, হারদা, নর্মদাপুরম, বেতুল, ছিন্দওয়াড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভোপাল, উজ্জয়িনী সহ একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এক আবহাওয়াবিদ জানান, জয়সলমির থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত সক্রিয় ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরেই রাজ্যে বৃষ্টির দাপট। আগামী ১৮ আগস্ট বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে চলতি মাসের শেষ পর্যন্ত বর্ষা সক্রিয় থাকবে বলেই পূর্বাভাস

You might also like!