দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজ ১৪ আগস্ট, কন্যাশ্রী দিবস। ১২ বছর পূর্তি উপলক্ষে কলকাতার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন। জানালেন, বিশ্বের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থানে রয়েছে কন্যাশ্রী, যার মাধ্যমে লাভবান হয়েছে প্রায় ৯৩ লক্ষ কন্যা পড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, প্রশাসনিক আধিকারিক, শিক্ষক, শিক্ষিকা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুলছাত্রীরা। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, "কন্যাশ্রী আজ শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি মেয়েদের জীবনের নিরাপত্তা ও শিক্ষার সেতুবন্ধন।" তিনি জানান, এই প্রকল্পের জেরেই স্কুলছুটের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে।
শুধু কন্যাশ্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সবুজসাথী প্রকল্প-এর কথাও উল্লেখ করেন। তিনি জানান, এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল বিতরণ করা হয়েছে। তিনি ঘোষণা করেন, চলতি মাসেই ফের সাইকেল বিতরণ শুরু হবে। এরপরই অভিভাবকদের কাছে তিনি আর্জি জানান, যেন মেয়েদের ছোটবেলায় বিয়ে না দেওয়া হয়। পরিবর্তে লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আবারও ফিরে যান নিজের ছেলেবেলায়। তিনি জানান, কলেজে ভর্তি হতে গিয়ে তাঁর গলার হার বিক্রি করতে হয়েছিল। তিনি বলেন, “আমি যে কষ্ট পেয়েছি, ছোটরা যেন তা না পায়। তাই এই প্রকল্পগুলো তাদের ভবিষ্যৎ গড়ার অস্ত্র হয়ে উঠুক।”
এদিন এক্স হ্যান্ডেলেও কন্যাশ্রীর সাফল্যের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, “আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন। সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই! তাইতো বিশ্বের দরবারেও এটা এতো আদৃত – ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী। আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন।”
আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন।
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2025
সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার…