Country

13 hours ago

Philippine President India visit:রাষ্ট্রপতি ভবনে ফিলিপিন্সের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা, স্বাগত জানালেন মুর্মু ও মোদী

Philippine President India visit
Philippine President India visit

 

নয়াদিল্লি, ৫ আগস্ট : রাষ্ট্রপতি ভবনে মঙ্গলবার ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। ফিলিপিন্সের রাষ্ট্রপতিকে এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ফিলিপিন্সের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়।

ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস বলেছেন, "আমি মনে করি, এটি আমাদের জোট এবং অংশীদারিত্বের পুনর্নিশ্চয়তা যা আমরা শক্তিশালী করছি। যাকে আগে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলা হত, এখন আমরা এটিকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হিসেবে উল্লেখ করি, যা আমার মনে হয়, সমস্ত রাজনীতি, সমস্ত বাণিজ্য এবং সমস্ত অর্থনীতির বৈশ্বিক প্রকৃতির কারণে সেই বোঝাপড়ার সঠিক বিবর্তন। আমাদের ইতিমধ্যে যা আছে তার উপর ভিত্তি করে গড়ে তোলা এবং নতুন প্রযুক্তি এবং বিশ্ব অর্থনীতির পরিবর্তিত অবস্থা এবং আমাদের চারপাশের ভূ-রাজনীতির কারণে গত কয়েক বছরে যে অনেক সুযোগ তৈরি হয়েছে, তা অবশ্যই অন্বেষণ করা।"


You might also like!