কলকাতা, ১ আগস্ট : সোনার মূল্য পরিবর্তনের ওপর অনেকেই নজর রাখেন। সে তুলনায় রুপো অনেকটাই দুয়োরানী। তবু, গত এক বছরে সোনার দামের সঙ্গে কিছুটা পাল্লা দিয়ে রূপোর দাম বেড়েছে প্রায় ২৯.২ শতাংশ।
‘বাজাজ ফিনসার্ভ’-এর মতে, ২০০০ সালের গোড়ার দিকে, প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ৪,৫০০ টাকা, কিন্তু ২০০৮ সালের আর্থিক সংকট এবং মুদ্রাস্ফীতির আশঙ্কার কারণে ২০১১ সালের মধ্যে তা বেড়ে ২৭,০০০ টাকা ছাড়িয়ে যায়। ২০২০ সালের মহামারীতে বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সম্পদের সন্ধানকারীদের দাপটে দাম আরও বেড়ে ৫৫,০০০ টাকা ছাড়িয়ে যায়। বর্তমানে, প্রতি গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১০,১০৬.৪৪ টাকা।
রুপোর দাম অবশ্যই সে তুলনায় কম। কিন্তু সেই মূল্যবৃদ্ধিও অকিঞ্চিত নয়। শেয়ার বাজার সূত্রের খবর, ২০২৪-এর জুলাই মাসে রুপোর দাম ছিল কিলোপিছু আনুমানিক ৯৬ হাজার টাকা। এখন তা কিলোপিছু ১ লক্ষ ৩০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে।