মুম্বই, ১ অক্টোবর : টানা বেশ কয়েকদিন ধরে পড়েছে ভারতের শেয়ার বাজার। সেনসেক্স ঠেকেছে ৮০.২৬৭ অঙ্কে। নিফটি ২৪,৬১১.১০-এ। অবশেষে পতন কাটল বুধবার। সকাল থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার সূচক। দুপুরে প্রায় ৫৫৩ পয়েন্ট উঠে ৮০,৮২০ অঙ্কে উঠে এসেছে সেনসেক্স। নিফটি-ও ১৫৮ মতো বেড়ে ২৪,৭৬৯-এ।বিশেষজ্ঞদের একাংশের দাবি, বুধবারের ঋণনীতিতে সুদের হার অপরিবর্তিত রাখলেও, রিজার্ভ ব্যাঙ্কের চলতি অর্থবর্ষের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৬.৮ শতাংশ করা এবং খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হারকে ২.৬ শতাংশে নামিয়ে দেওয়া লগ্নিকারীদের মনে ভারতীয় অর্থনীতির পরিস্থিতি নিয়ে আশা জাগিয়েছে।