West Bengal

1 week ago

Gangasagar Mela 2026: গঙ্গাসাগরে পুণ্যস্নান ভক্তদের, ভিড়ের স্রোতে জমজমাট মিলনভূমি

Gangasagar Mela 2026
Gangasagar Mela 2026

 

গঙ্গাসাগর, ১৪ জানুয়ারি : মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মিলনভূমি গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে নিলেন অসংখ্য ভক্তরা। ভিড়ের স্রোতে জমজমাট হয়ে উঠল গঙ্গাসাগর, সাগরে পুণ্যস্নানের পরই কপিল মুনির আশ্রমে গিয়ে পূজার্চনাও করেন ভক্তরা। বুধবার ভোর থেকেই কার্যত পুণ্যার্থীদের দখলে চলে যায় গোটা সাগরতট। জায়গায় জায়গায় প্রার্থনা করতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে।

ভোর থেকেই ভক্তিমূলক গান বেজেছে। এ দিন সূর্য ওঠার আগেই গোটা সমুদ্রতটের দখল নেন দেশ-বিদেশ থেকে আসা ভক্তেরা। ছিলেন সাধু, সন্তরা। ভিড় এড়াতে ভোর ভোর স্নান সেরে কেউ মন্দিরে পুজো দিয়েছেন। কেউ আবার সাগরে দাঁড়িয়ে সেরেছেন সূর্যপ্রণাম। এ দিন স্নান ঘিরে সব রকম দুর্ঘটনা এড়াতে সাগরে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি স্পিড বোট নামিয়ে নজরদারি চালানো হয়। নজরদারিতে ছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও।

গঙ্গাসাগর মেলা সম্পর্কে মন্ত্রী সুজিত বোস বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মেলার জন্য বিস্তৃত ব্যবস্থা করেছে। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়া জনগণের ব্যাপার। এখানে কী ধরণের আয়োজন করা হয়েছে, তা সবাই দেখেছে। এত বিশাল সমাবেশ ভারতের অন্য কোথাও আয়োজন করা হয় না।"

You might also like!