Entertainment

1 week ago

Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ?

Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi
Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফতেহি তাঁর নাচের ছন্দে বিশ্ব জয় করেছেন আগেই। এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, মরক্কোর জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং প্যারিস সেন্ট-জার্মেই (PSG)-এর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে এই বলিকন্যার।

আশরফের খেলা দেখছেন নোরা, এমন বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটবলতারকা যখন মাঠে, তখন নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তাঁর অনুরাগীদের। ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। তার পরেই জল্পনার সূত্রপাত। নেটাগরিকের অনুমান, আশরফের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্কে জড়িয়েছেন নোরা। তাই মরক্কো উড়ে গিয়েছিলেন তিনি। আশরফের আগে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। সুকেশ এই মুহূর্তে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে জেলবন্দি। এখন নোরার আলোচিত ফুটবলার প্রেমিকের নামেও নাকি রয়েছে গুরুতর অভিযোগ। তা-ও আবার ধর্ষণের অভিযোগ।

ফুটবলার আশরফের ২৮ বছর বয়স। ২০২০ সালে স্প্যানিশ অভিনেত্রী হিবা আবউকের সঙ্গে বিয়ে হয় আশরফের। তিনি দুই সন্তানের বাবা। তবে ২০২৩ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। শোনা যায়, আশরফের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই কারণেই নাকি প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। যদিও ফুটবলতারকা জানিয়েছিলেন, এই ধরনের অভিযোগ এনে তাঁর সম্মান নষ্ট করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, এ সব টাকা হাতানোর ফন্দি। হাকিমি বলেন, ‘‘আমার মনে হয়, ফুটবলজগতে এ ভাবে অনেক মানুষের সুযোগ নেওয়া হয়।’’

You might also like!