Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Business

6 days ago

Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ?

Coca-Cola
Coca-Cola

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতে নিজেদের ব্যবসায়িক কাঠামো পুনর্গঠন করতে গিয়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস। জানা যাচ্ছে, পরিচালনাগত দক্ষতা বাড়াতে প্রায় ৩০০ কর্মীকে অব্যাহতি দিচ্ছে এই সংস্থা। দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যে এবং কাজের প্রক্রিয়ায় গতি আনতেই এই পরিকল্পিত ছাঁটাই বলে দাবি করা হচ্ছে। সংস্থার অভ্যন্তরীণ সূত্রে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে, যা বর্তমান শ্রমবাজারে নতুন করে ছাঁটাই জল্পনা উসকে দিয়েছে।HCCB এখন ৫০০০ জনকে চাকরি দেয়। গোটা দেশে ১৫টি কারখানা রয়েছে। ওই কারখানাগুলিতে কোকা-কোলা, থামস আপ, স্প্রাইট, মিনিটস মেইড-এর মতো পানীয় এবং কিনলে (Kinley) বোতলবন্দি করা হয়। কোকা-কোলা ভারতের সবচেয়ে বড় সফ্ট ড্রিঙ্কস সেগমেন্টের সংস্থা।

সংস্থার তরফে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যবসা করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিতে হয়। ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, ছাঁটাইয়ের কারণে উৎপাদনের উপর প্রভাব পড়বে না।

ভারতের বেশ কিছু জায়গায় বটলিংয়ের কাজ বেশ কিছু সংস্থাকে বেচে দিয়েছে HCCB। রাজস্থান, বিহার, উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের একাংশের জন্য বটলিংয়ের কাজ বেচে দিয়েছে। এখন কোকা-কোলা প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। তার পরে ওই সংস্থা উৎপাদন ও বিলি করে সফ্ট ড্রিঙ্ক।

এই বছরে মার্চ থেকে সেপ্টেম্বরে অসময়ে বর্ষা হওয়ায়, প্রবল গরমের মধ্যে বৃষ্টি হওয়ায় সফ্ট ডিঙ্কসের ব্যবসা ধাক্কা খেয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। এপ্রিল থেকে জুনের মধ্যে সফ্ট ড্রিঙ্ক ব্যবসায় সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে। ফলে ব্যবসার জন্য ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

You might also like!