Country

16 hours ago

Doctors on strike: পাটনার এইমসে কর্মবিরতি চিকিৎসকদের

A view of AIIMS Patna's OPD
A view of AIIMS Patna's OPD

 

পাটনা, ১ আগস্ট : পাটনার এইমস হাসপাতালে বিধায়ক চেতন আনন্দের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা। শুক্রবার সকালে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (আরডিএ)। জরুরি পরিষেবার বাইরে থাকা সকল চিকিৎসা পরিষেবা স্থগিত করা হয়েছে। চিকিৎসকরা নিরাপত্তার দাবি জানিয়েছেন। চিকিৎসকদের অভিযোগ, শেওহরের বিধায়ক চেতন আনন্দ, তাঁর স্ত্রী ডাঃ আয়ুশী সিং এবং তাঁর সশস্ত্র রক্ষীরা জোর করে হাসপাতালে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীদের উপর শারীরিক নির্যাতন করেন, রেসিডেন্ট ডাক্তারদের মারার হুমকি দেন। জানা গেছে, বুধবার রাতে সস্ত্রীক এইমসে এক রোগীকে দেখতে এসেছিলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিধায়ক চেতন আনন্দ। সঙ্গীরাও ছিলেন। অভিযোগ, তাঁরা চিকিৎসক ও হাসপাতালের রক্ষীদের উপরে হামলা চালান। বিধায়কও পাল্টা থানায় অভিযোগ করেছেন।


You might also like!