জালৌন , ১ আগস্ট : তিন মিটার ছাড়িয়েছে যমুনা। তাতে জলের তলায় একে একে ডুবেছে উত্তর প্রদেশের জালৌন জেলার অন্তর্গত ২৫টি গ্রাম। প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত ১৮,৬৫০ জন মানুষ ক্ষতিগ্রস্ত। নদী ফুলেফেঁপে উঠায় আরও বাড়তে পারে জলস্তর। সতর্ক জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে যমুনার জলস্তর দাঁড়ায় ১১১.৮০ মিটার, যা বিপদসীমার (১০৮ মিটার) চেয়ে ৩.৮০ মিটার বেশি। বেতওয়া নদীর জলও বাড়ছে সমানতালে। জল ঢুকে পড়েছে জালৌনের কালপি, মাধোগড়, জালৌন, তিনটি মহকুমারের বিস্তীর্ণ গ্রামে। কালপি মহকুমার ৮ টি গ্রাম ও মাধোগড় মহকুমার ১১টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। জালৌন মহকুমার আরও ৬ টি গ্রামে ঢুকেছে নদীর জল।
প্রশাসন সূত্রে জানা গেছে , ক্ষতিগ্রস্তদের জন্য ২৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। মোতায়েন ৬২টি ছোট নৌকা, ২৭টি বড় নৌকা ও ৩১টি মোটরবোট। ত্রাণ হিসেবে খাবার, পানীয় জল, ওষুধ, পশুদের জন্য চারা ও টিকাকরণের ব্যবস্থা হয়েছে। এখনও পর্যন্ত ৪৯৫টি ত্রাণ কিট বিলি হয়েছে। এসডিআরএফ-সহ প্রশাসনের একাধিক দফতরের আধিকারিকেরা মোতায়েন রয়েছে। প্রাণহানির কোনও খবর নেই। তবে, জলস্তর আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।