Game

12 hours ago

Manchester Test:ম্যানচেস্টার টেস্ট: রুট সেঞ্চুরি করে সাঙ্গাকারার পাশে,রানে পন্টিংকে ছাড়িয়ে শচীনের পেছনে

Manchester Test
Manchester Test

 

কলকাতা, ২৬ জুলাই :ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে একাধিক অর্জনে নাম লেখালেন জো রুট। এই ম্যাচে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারার পাশে লেখালেন নিজের নাম। আর রানে রিকি পন্টিংকে ছাড়িয়ে শচীন টেন্ডুলকারের পেছনে থাকলেন রুট

ম্যানচেস্টারে কেরিয়ারের ১৫৭তম টেস্ট খেলতে নেমে তিনি দেখা পেলেন ৩৮তম সেঞ্চুরির। যে অর্জনে তিনি লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গারার পাশে নিজের নাম লেখালেন।

২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ১৩৪ টেস্টে ৩৮ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাঙ্গাকারা। তাতে এতদিন সংস্করণটির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন তিনি। এবার সমান সেঞ্চুরিতে তাঁর সঙ্গে যোগ দিলেন রুট

আর টেস্ট ইতিহাসে রানের হিসেবে এদিন তিন কিংবদন্তিকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন রুট। এদিন ক্রিজে নামার আগে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন রুটম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১ রান করা এ ব্যাটার চতুর্থ স্থানে থাকা রাহুল দ্রাবিড়ের তুলনায় ছিলেন ১৮ রান পেছনে। এদিন ৩০ রানের ঘরে পৌঁছে ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলার পর ৩১ রান করে পেছনে ফেলেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে

You might also like!