Country

16 hours ago

Monsoon milestone: রাজস্থানে ৬৯ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, ১৬ জেলায় বন্ধ স্কুল

A girl plays in rain, in Bikaner, Rajasthan
A girl plays in rain, in Bikaner, Rajasthan

 

জয়পুর, ১ আগস্ট : চলতি বছরে রাজস্থানে জুলাই মাসে বৃষ্টিপাত ৬৯ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। জুলাইয়ে গড় বৃষ্টিপাত হয়েছে ২৮৫ মিমি, যা ১৯৫৬ সালের পর সর্বাধিক। ওই বছর জুলাইয়ে ৩০৮ মিমি বৃষ্টি হয়েছিল। লাগাতার বৃষ্টিতে একাধিক জেলায় জলমগ্ন রাস্তা, নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জনজীবন প্রায় বিপর্যস্ত।

শুক্রবার আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজস্থানে ছয়টি জেলায় জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির আশঙ্কায় রাজস্থানের ১৬টি জেলায় শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ করার ঘোষণা করা হয়েছে । চম্বল নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় ধৌলপুরে নামানো হয়েছে সেনা। প্লাবিত হয়েছে পার্বত্য নদী-সংলগ্ন বহু এলাকা। পার্বতী বাঁধের চারটি গেট খুলতে হয়েছে। টঙ্ক জেলার বিসলপুর বাঁধেও চারটি গেট শুক্রবার খোলা হয়েছে । জানা গেছে , গড়ে ৪৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বনস নদীতে। এক আবহবিদ জানান, রাজস্থানে ঘূর্ণাবর্ত সক্রিয়।


You might also like!