Game

1 day ago

Bangladesh Vs Pakistan 3rd T20I Highlights: হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

Bangladesh Vs Pakistan 3rd T20I
Bangladesh Vs Pakistan 3rd T20I

 

মিরপুর, ২৫ জুলাই : প্রথম দুই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। শেষ অর্থাৎ তূতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াস করার লক্ষ্যে ছিল। কিন্তু তারা পারল না লড়াই জমাতে। তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৪ রানের জয়ে হোয়াইটওয়াশ হওয়া থেকে রক্ষা পেল পাকিস্তান। বাংলাদেশের সিরিজ জয় ২-১ ব্যবধানে। আর দেশের মাঠে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় পরাজয় এটি। পাকিস্তান ২০ ওভারে তোলে সিরিজের সর্বোচ্চ ১৭৮ রান। সর্বোচ্চ রান করেন ফারহান(৬৩)। চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। কোনওরকমে করতে পারে ১০৪ রান। দলের সর্বোচ্চ স্কোয়ার মোহাম্মদ সাইফ উদ্দিন। দুটি করে চার ও ছক্কায় তিনি ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী সালমান মির্জা। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। আর এদিন বাংলাদেশের সফল বোলার ছিলেন তাসকিন। তিনি ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ম্যান অব দা ম্যাচ হয়েছেন পাকিস্তানের সাহিবাজাদা ফারহান।
ম্যান অব দা সিরিজ হয়েছেন বাংলাদেশের জাকের আলি।

You might also like!