Country

16 hours ago

Madhya Pradesh Weather Updates:মধ্যপ্রদেশে সাময়িক বিরতি বৃষ্টির, পুনরায় সক্রিয় হবে ৪ আগস্ট থেকে

Madhya Pradesh Heavy Rainfall
Madhya Pradesh Heavy Rainfall

 

ভোপাল, ১ আগস্ট : মধ্যপ্রদেশে বিগত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর আপাতত থেমেছে বৃষ্টি। শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , শুক্রবার থেকে আগামী তিন দিন রাজ্যে বৃষ্টির প্রবণতা কম থাকবে। তবে পুনরায় আবারও আগামী ৪ থেকে ৬ আগস্ট ফের সক্রিয় হবে নতুন ঘূর্ণাবর্ত। চলতি বছরে বছর বর্ষা মরসুমে গোটা মধ্যপ্রদেশ রাজ্যে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যেই গোয়ালিয়র-সহ ১০টি জেলায় বর্ষার বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে।

শুক্রবার এক আবহ বিদ জানান, জুলাই মাসে রাজ্যে দু’টি ঘূর্ণাবর্ত সক্রিয় ছিল।এছাড়াও মধ্যপ্রদেশের জবলপুর, সাগর, রেওয়া-সহ ভোপাল, নর্মদাপুরম, গোয়ালিয়র-চম্বল অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। তবে ইন্দোর ও উজ্জয়িনে বৃষ্টির ঘাটতি কিছুটা দেখা দিয়েছে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দ্বিতীয় সপ্তাহে গোয়ালিয়র-চম্বল ও রেওয়া অঞ্চলে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত ,মধ্যপ্রদেশ রাজ্যের অধিকাংশ নদী-নালা উপচে পড়েছে। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বার্গি, জওহিলা, ইন্দিরা সাগর, ওঙ্কারেশ্বর-সহ বেশ কয়েকটি বড় জলাধারের গেট খুলতে হয়েছে।

You might also like!