Country

16 hours ago

Bihar Elections: মিড-ডে মিলের রাঁধুনি, স্কুলের নৈশপ্রহরী ও স্বাস্থ্য প্রশিক্ষকদের ভাতা দ্বিগুণ করল বিহার সরকার

Bihar CM Nitish Kumar
Bihar CM Nitish Kumar

 

পাটনা, ১ আগস্ট : সামনে ভোট। তার আগে মিডডে মিলের রাঁধুনি ও স্কুলের নৈশপ্রহরীদের ভাতা দ্বিগুণ করল বিহার সরকার। মিড-ডে মিলের রাঁধুনিরা এতদিন ১৬৫০ টাকা ভাতা পেতেন। তা বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে কর্মরত নৈশপ্রহরীদের ভাতা ৫,০০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ১০,০০০ টাকা হয়েছে। ভাতা দ্বিগুণ হয়েছে স্কুলের স্বাস্থ্য প্রশিক্ষকদেরও। তাঁরা পেতেন আট হাজার টাকা। এ বার থেকে তাঁরা পাবেন ১৬ হাজার টাকা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার জানিয়েছেন, ২০০৫ সালের নভেম্বরে সরকার গঠনের পর থেকে, আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। ২০০৫ সালে শিক্ষার জন্য মোট বাজেট ছিল ৪৩৬৬ কোটি টাকা, যা এখন বেড়ে ৭৭৬৯০ কোটি টাকা হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ, নতুন স্কুল ভবন নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নের কারণে শিক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে রাঁধুনি, নৈশপ্রহরী এবং শারীরশিক্ষা ও স্বাস্থ্য প্রশিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বিষয়টি মাথায় রেখে, আমরা এই কর্মীদের সাম্মানিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষা বিভাগের অধীনে মিড-ডে মিলের রাঁধুনিদের সাম্মানিক ১৬৫০ টাকা থেকে দ্বিগুণ করে ৩৩০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক/উচ্চশিক্ষা স্কুলে কর্মরত নৈশপ্রহরীদের সাম্মানিক ৫ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, শারীরশিক্ষা ও স্বাস্থ্য প্রশিক্ষকদের সাম্মানিক ৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১৬ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি ২০০ টাকা থেকে ৪০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাঁদের মনোবল বৃদ্ধি পাবে এবং তাঁরা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে তাঁদের কাজ করবেন।

You might also like!