West Bengal

13 hours ago

Siliguri :শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার

Siliguri youth arrested
Siliguri youth arrested

 

শিলিগুড়ি, ২৬ জুলাই : শিলিগুড়ির জংশন এনবিএসটি বাস স্ট্যান্ডের কাছে একটি দেশি পিস্তল এবং একটি তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করেছে প্রধান নগর থানার পুলিশধৃব যুবকের নাম দাওয়া তামাং। সে সিকিমের গ্যাংটকের বাসিন্দা।

সূত্রের খবর, প্রধান নগর থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এনবিএসটি বাস স্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় যুবকটি জানায় যে সে গ্যাংটকের বাসিন্দা। পুলিশ যখন যুবকের তল্লাশি চালায়, তখন তার কোমর থেকে একটি দেশি পিস্তল এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এরপর পুলিশ অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে যুবককে গ্রেফতার করে। পুলিশের সন্দেহ, যুবকটি কাউকে এই অস্ত্র বিক্রি করতে এসেছিল। প্রধান নগর থানার পুলিশ পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করেছে।

You might also like!