Game

1 day ago

Ben Stokes: ৪২ বছর পর ঘরের মাঠে টেস্ট ইনিংসে পাঁচ উইকেট

Ben Stokes
Ben Stokes

 

ওল্ড ট্র্যফোড, ২৫ জুলাই : ঘুচে গেল ইংল্যান্ডের চার দশকের বেশি সময়ের অপেক্ষা। ৪২ বছর পর ঘরের মাঠে টেস্ট ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনও অধিনায়ক। সবশেষ ১৯৮৩ সালের জুলাইয়ে হেডিংলিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক ও ফাস্ট বোলার বব উইলিস। তারপর থেকে দেশে কিংবা বিদেশে স্টোকসের আগে টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট নিয়েছিলেন কেবল একজন ইংলিশ অধিনায়ক- জো রুট। ২০২১ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে দিবা-রাত্রির টেস্টে অফ স্পিনে ৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। ম্যানচেস্টারে ম্যাচের প্রথম দিন শুভমান গিল ও সাই সুদর্শনের উইকেট নেন স্টোকস। দ্বিতীয় দিন বুধবার একে একে শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর ও আনশুল কাম্বোজকে ফিরিয়ে পাঁচ উইকেট নেন ৩৪ বছর বয়সী পেস এই বোলিং অলরাউন্ডার। সবশেষ তিনি পাঁচ উইকেটের নিয়েছিলেন ২০১৭ সালের সেপ্টেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে রুটের নেতৃত্বে। ১১৫ টেস্টের কেরিয়ারে এই স্বাদ পেলেন তিনি মোট পাঁচবার। এই সংস্করণে ব্যাট হাতে তার সেঞ্চুরি আছে ১৩টি।

You might also like!