Country

3 hours ago

Chhattisgarh Weather Update: ছত্তিশগড়ে টানা ৫ দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস, ২০টি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি

Chhattisgarh Weather Update
Chhattisgarh Weather Update

 

রায়পুর, ২ আগস্ট : ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী পাঁচ দিন ছত্তিশগড়জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই শনিবার আবহাওয়া দফতর ২০টি জেলায় জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা জারি। বিশেষ করে উত্তর ছত্তিশগড়ের সুরগুজা, কোরিয়া, জশপুরের মতো জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোরবা, গৌরেলা-পেন্ড্রা-মারওয়াহি, সুরজপুর, বালরামপুর, কোরিয়া জেলায় কমলা সতর্কতা এবং ধমতরি, বালোদ, রায়পুর, রায়গড়, বিলাসপুর-সহ ১৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষদের। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। আবহ বিদদের আশঙ্কা ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।


You might also like!