কলকাতা, ২১ জুলাই : শিয়ালদহ স্টেশনে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই ব্যাপারটা নিজের তত্ত্ববধানে নিয়ে সকাল থেকে দেখভালের কাজে নেমে পড়েছেন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি বলেন, আমাদের বুথ লেভেলের কমিটিও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছেন, তা জানতেই এত কর্মীরা ছুটে আসছেন। জ্যোতিপ্রিয়র পাশেই বসেছিলেন জীবনকৃষ্ণ সাহা। তিনি রেলকে নিশানা করে বলেন, গত দু’দিন ধরে সময়ের আগেই ট্রেন স্টেশনে পৌঁছে যাচ্ছিল। আজ সময় পেরিয়ে গেলেও ট্রেনের দেখা নেই। সবাই সব কিছুই বোঝেন।