Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

West Bengal

2 days ago

PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

Dramatic moment in Durgapur before Narendra Modi's meeting
Dramatic moment in Durgapur before Narendra Modi's meeting

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আকুতি নিয়ে শুক্রবার সকালে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হল দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। ছন্দা প্রামাণিক নামে এক তরুণী মোদির সভাস্থলের বাইরে রাস্তার উপর বসে পড়ে উচ্চস্বরে কান্নাকাটি শুরু করেন। দাবি একটাই— দুর্গাপুরের উন্নয়ন নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে  কথা বলতে চান তিনি। এই ঘটনাটি ঘটে বেলা সাড়ে এগারোটার কিছু পরে। তখন পুরো এলাকা মোদির আগমন উপলক্ষে নিরাপত্তার ঘেরাটোপে মোড়া। প্রধানমন্ত্রীর অন্ডাল বিমানবন্দরে নামার কথা দুপুর ২টো ৩৫ মিনিটে। তার আগেই এই অপ্রীতিকর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নিরাপত্তা মহলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছন্দা আচমকাই সভাস্থলের বাইরে এসে রাস্তার উপর বসে পড়েন ও হঠাৎ কান্নায় ভেঙে পড়েন। বারবার বলতে থাকেন দুর্গাপুরের কোনও উন্নয়ন হয়নি। তিনি উন্নত দুর্গাপুর পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলতে চান। কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা যায়, “মোদিজিকে ডেকেছি। বলেছি আসুন, দুর্গাপুর-সহ বাংলার উন্নয়ন প্রয়োজন। বাংলায় কারখানা বন্ধ। আমার ভাই-বোনেরা কাঁদছে। আপনি আসুন।” এছাড়াও সেখানেই তরুণী দাবি করেন, প্রধানমন্ত্রী নাকি তাঁকে চেনেন! তরুণী নাকি চিঠি লিখেছেন ট্রাম্পকেও! নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। তাঁকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও তরুণী নাছোড় মনোভাব দেখান। পরে পুলিশ তাঁকে ধীরে ধীরে বুঝিয়ে স্থানান্তরিত করে। জানা গিয়েছে, ছন্দা স্থানীয় বাসিন্দা এবং একাধিকবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও ফল না পেয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। তবে এ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত  কোনও অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। তবে এই ঘটনায় মোদির সফর ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন  বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, এদিন অন্ডাল বিমানবন্দরে পৌঁছে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর নেহরু স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। সেই সভায় হাজার হাজার মানুষের জমায়েত হওয়ার কথা। সেখানে এহেন পরিস্থিতি ঘিরে জনমানসে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 


You might also like!