নয়াদিল্লি, ১৮ জুলাই : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাড়িতে ইডি-র হানা। শুক্রবার সকালে তাঁর ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে এই তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অভিযোগ, এক মদ সংক্রান্ত কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছেন চৈতন্য। জানা গিয়েছে, ছত্তিশগড়ের ভিলাই শহরে চৈতন্য বাঘেলের যে বাড়িতে তিনি এবং তাঁর বাবা ভূপেশ বাঘেল একসঙ্গে থাকেন, সেই বাড়িতে শুক্রবার তল্লাশি চলে। তদন্তকারীদের দাবি, মামলায় নতুন কিছু তথ্য এবং সেই সংক্রান্ত প্রমাণও তাঁদের হাতে এসেছে।