নয়াদিল্লি, ২১ জুলাই : সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই উত্তাল হল লোকসভা ও রাজ্যসভা। সোমবার প্রথমে দুপুরে বারোটা, পরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে বিরোধী সাংসদদের স্লোগান প্রসঙ্গে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "আলোচনার এজেন্ডা নির্ধারণের জন্য দুপুর ২টা ৩০ মিনিটে কার্য উপদেষ্টা কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে। সরকার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তারা (বিরোধী সাংসদরা) এখানে (কক্ষের ওয়েলে) প্রতিবাদ করছেন। বাদল অধিবেশনের প্রথম দিনে এভাবে প্রতিবাদ করা ঠিক নয়।" প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "সরকার যে কোনও বিষয়ে আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত।" তুমুল হট্টগোলের কারণে দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।