Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Country

3 hours ago

Political Strategy: বাদল অধিবেশন ফলপ্রসূ করাই লক্ষ্য, নাড্ডার পৌরহিত্যে অনুষ্ঠিত সর্বদল বৈঠক

BJP party session
BJP party session

 

নয়াদিল্লি, ২০ জুলাই : সোমবার, ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে রবিবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার পৌরহিত্যে অনুষ্ঠিত হল সর্বদল বৈঠক। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ জে পি নাড্ডা, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, এল মুরুগান এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন সর্বদলীয় বৈঠকে।

এছাড়াও আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এবং গুরমিত সিং মিত হায়ার উপস্থিত ছিলেন সর্বদল বৈঠকে। কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, বিপ্লবী সমাজতান্ত্রিক দলের সাংসদ এনকে প্রেমাচন্দ্রন, আপনা দলের (এস) সাংসদ অনুপ্রিয়া প্যাটেল, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আঠাওয়ালে) সাংসদ রামদাস আঠাওয়ালে প্রমুখ।

সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার পর এএপি সাংসদ সঞ্জয় সিং বলেন, "সর্বদলীয় বৈঠকের সভাপতিত্বকারী জে পি নাড্ডার অনুমতি নিয়ে আমি অন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যাচ্ছি। আমার দলের পক্ষ থেকে আমি যে বিষয়টি উত্থাপন করেছি তা হল, মার্কিন রাষ্ট্রপতি বারবার বলছেন যে তিনি বাণিজ্য চুক্তির নামে যুদ্ধবিরতি করেছেন, সরকারের এ বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া উচিত। দিল্লিতে বস্তি ভেঙে ফেলা হয়েছে এবং আমি এই বিষয়টি উত্থাপন করেছি এবং সরকারের এটি বন্ধ করা উচিত। বিহারে এসআইআর অনুশীলন বন্ধ করা উচিত। নির্বাচনী কেলেঙ্কারি চলছে, যদি সরকার উত্তর না দেয়, তাহলে আমরা সংসদের ভেতরে এবং বাইরে প্রশ্ন তুলব।"

সর্বদলীয় বৈঠকে যোগদানের পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, "এই অধিবেশনে আমরা যে বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি তা হল পহেলগাম। আর প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং বিহারে বিশেষ নিবিড় সংশোধন সম্পর্কিত উদ্বেগ রয়েছে।"

You might also like!