নয়াদিল্লি, ২১ জুলাই : আগামী ৫-৬ দিন কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এমনটাই পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দক্ষিণ-পশ্চিম রাজস্থানেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালেই ভারী বৃষ্টিপাত হয়েছে মুম্বইয়ে, বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে বাণিজ্যনগরী আবহাওয়া। এই মাসের ২৪ তারিখ পর্যন্ত জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও একই অবস্থা বিরাজ করবে। দেশের পশ্চিমাঞ্চলে, কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে আগামী কিছু দিন বৃষ্টিপাত জারি থাকবে। দিল্লি এনসিআর-এ আংশিক মেঘলা আকাশ এবং খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।