Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Country

3 hours ago

PM international tour:২৩-২৪ জুলাই ব্রিটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন মালদ্বীপেও

Prime Minister UK visit
Prime Minister UK visit

 

নয়াদিল্লি, ২০ জুলাই : ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩-২৪ জুলাই ব্রিটেন সফরে যাচ্ছেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ ব্রিটেন সফর। সফরের দ্বিতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ২৫-২৬ জুলাই পর্যন্ত মালদ্বীপে একটি রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে প্রধানমন্ত্রীর মালদ্বীপে তৃতীয় সফর এবং ডঃ মোহাম্মদ মুইজ্জুর রাষ্ট্রপতিত্বকালে কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের মালদ্বীপে এটি প্রথম সফর।

ব্রিটেন সফরকালে, প্রধানমন্ত্রী মোদী ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র দিক নিয়ে প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন। তাঁরা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বের বিষয়গুলি নিয়েও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে, উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণ-মানুষের মধ্যে সম্পর্কের উপর বিশেষ মনোযোগ সহ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবে।

প্রধানমন্ত্রী মোদী ২৬ জুলাই মালদ্বীপের স্বাধীনতার ৬০-তম বার্ষিকী উদযাপনে 'সম্মানিত অতিথি' হিসেবে উপস্থিত থাকবেন। সফরকালে, প্রধানমন্ত্রী ডঃ মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে দেখা করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। দুই নেতা ২০২৪ সালের অক্টোবরে মালদ্বীপের রাষ্ট্রপতির ভারত সফরের সময় গৃহীত 'ব্যাপক অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা অংশীদারিত্ব'-এর জন্য ভারত-মালদ্বীপ যৌথ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন।

You might also like!