দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের বাদশা শাহরুখ খান সম্প্রতি একটি অ্যাকশন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এর মাঝেই তাঁর চোট পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই চমকে উঠেছেন অনুরাগীরা। জানা গেছে যে কিং চলচ্চিত্রের একটি অ্যাকশন দৃশ্য চলাকালীন অভিনেতা তার পিঠে আঘাত পেয়েছেন, যার পরে তাঁকে অবিলম্বে চিকিত্সার জন্য আমেরিকা যেতে হয়েছে। অভিনেতার ইনজুরির খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক টুইট বার্তায় তিনি শাহরুখকে তাঁর ভাই বলে সম্বোধন করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমার ভাই শাহরুখ খানের চোটের খবর শুনে খুব দুঃখ পেয়েছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ তাঁর এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শাহরুখ খান ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। দুজনের মধ্যে স্নেহের সম্পর্ক রয়েছে।
ছবির ঘনিষ্ঠ সূত্রের খবর, শুটিং চলাকালীন শাহরুখ যখন হাই-ইনটেনসিভ অ্যাকশন দৃশ্য করছিলেন, তখন তিনি পেশিতে টান ও ব্যথা পান। প্রথমে তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং এখন তিনি লন্ডনে রয়েছেন যেখানে চিকিৎসকদের একটি দল তাঁর যত্ন নিচ্ছে। চিকিৎসকরা তাঁকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার আহত হওয়ার খবর ভুয়ো। চ্যানেলটি তাঁদের একটি রিপোর্টে জানিয়েছে, রুটিন চেকআপের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন কিং খান। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। আপনাদের জানিয়ে রাখি, আগামী কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে কিং ছবির শুটিং। এই ছবিতে অভিনেতা তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। এছাড়াও ইন্ডাস্ট্রির অনেক নামী অভিনেতা এই ছবির অংশ হবেন। সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং আবার শুরু হবে।