কলকাতা, ১৯ জুলাই : ক্লাব বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে দীর্ঘ ইউরোপীয় ফুটবল মরসুম শেষ হয়েছে। এখন অপেক্ষা ২০২৫-২৬ মরসুমের। ইতিমধ্যে কিছু ক্লাব প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে খেলোয়াড় কেনাবেচার প্রক্রিয়াও চলছে। দলগুলো যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনই ফুটবলপ্রেমীরাও অপেক্ষায় আছেন নতুন মরসুমের। ইংলিশ প্রিমিয়ার লিগ: এবার হবে ৩৪তম আসর। লিগ শুরু হবে ১৫ আগস্ট। চলবে আগামী বছরের ২৪ মে পর্যন্ত। এবার প্রিমিয়ার লিগে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। এবার চ্যাম্পিয়নশিপ থেকে উঠে এসেছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্ডারল্যান্ড।
লা লিগা: লা লিগার আসর ৯৫তম আসর। প্রিমিয়ার লিগের মতো এই আসরও শুরু হবে ১৫ আগস্ট, শেষ হবে ২৪ মে। এবার স্প্যানিশ শীর্ষ লিগে উঠেছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভিয়েদো।
বুন্ডেসলিগা: জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা। আসন্ন মরসুম হবে ৬৩তম। এখানে খেলে ১৮টি দল, খেলা হয় ৩৪টি। এই লিগ অন্যান্য লিগের চেয়ে তুলনামূলকভাবে ছোট। চলবে ২২ আগস্ট থেকে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত। এবার নতুন দল এফসি কোলন ও হামবুর্গ।
লিগ আঁ: ফ্রান্সের লিগ আঁর। এবার পড়ছে ৮৮তম আসরে। এখানে ১৮টি দল, ৩৪টি ম্যাচ। শুরু ১৫ আগস্ট, শেষ ১৬ মে। এবার উঠে এসেছে লরিয়েঁ, প্যারিস এফসি ও মেতজ।
সিরি আ: ইতালির সিরি আ এবার পড়ছে ১৬তম আসরে। শীর্ষ পাঁচ লিগের মধ্যে এই লিগ শুরু হবে সবচেয়ে দেরিতে—২৩ আগস্ট। ২০ দলের লিগ, শেষ হবে ২৪ মে। এবার নতুন দল এসেছে সাসসুয়োলো, পিসা ও ক্রেমনেজে।
**ইউরোপীয় ফুটবল শুধু লিগ নয়, ক্লাবগুলোর ব্যস্ততা আছে ইউরোপিয়ান টুর্নামেন্ট নিয়েও। উয়েফা তিনটি প্রতিযোগিতা আয়োজন করে—চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেনস লিগ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ: চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মরসুমের বাছাইপর্ব ৮ জুলাই থেকে শুরু হয়ে গেছে। মূল পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর। গ্রুপপর্বে থাকবে ৩৬টি দল। ফাইনাল হবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির বুদাপেস্টে।
**ইউরোপা লিগ: ইউরোপা লিগের বাছাইপর্ব চলছে ১০ জুলাই থেকে। মূল পর্ব শুরু ২৪ সেপ্টেম্বর, শেষ ২০ মে।
**কনফারেন্স লিগ: তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেনস লিগের মূল পর্ব শুরু হচ্ছে ২ অক্টোবর। ফাইনাল ২৭ মে, ২০২৬।