নয়াদিল্লি, ২৬ জুলাই : মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে আগামী ২৮ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, পূর্বাভাসে এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মাসের শেষ পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, কোঙ্কন এবং গোয়াতেও এই পরিস্থিতি বিরাজ করবে।
দেশের দক্ষিণাঞ্চলে, আগামী ৫ দিন ধরে কেরল, মাহে ও উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি বিরাজ করবে। দিল্লি-এনসিআর-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।