Country

15 hours ago

Rajasthan :রাজস্থানে স্কুলের ছাদ ভেঙে মৃত্যু বেড়ে ৭; বিধায়ক বললেন তদন্ত চলছে

Rajasthan school roof collapse
Rajasthan school roof collapse

 

ঝালাওয়ার, ২৬ জুলাই: রাজস্থানের ঝালাওয়ার জেলায় স্কুলের ছাদ ভেঙে ৭টি পড়ুয়ার মৃত্যু প্রসঙ্গে শনিবার বিধায়ক গোবিন্দ রানীপুরিয়া বলেন, "যারাই দোষী সাব্যস্ত হোক না কেন, তাকে শাস্তি দেওয়া হবে। তদন্ত চলছে এবং স্পষ্ট হয়ে গেলে, ব্যবস্থা নেওয়া হবে।"

এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী প্রমোদ জৈন ভায়া বলেন, "এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা; গ্রামবাসীরা বলেছেন যে, তারা স্কুলের এই জরাজীর্ণ ভবনটি নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন... ঘটনার দিন, ছাত্ররাও জানিয়েছে, ছাদের কিছু অংশ ভেঙে পড়ছে, কিন্তু তা সত্ত্বেও, তাদের তিরস্কার করে ভেতরে বসতে বাধ্য করা হয়েছে... যদি কেউ বিমান দুর্ঘটনায় মারা যায়, তাহলে তারা ১ কোটি টাকা ক্ষতিপূরণ পায়, কিন্তু যদি কোনও আদিবাসীর শিশু মারা যায়, তাহলে তারা ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আমরা এই বৈষম্যের নিন্দা জানাই। আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, প্রতিটি শিশুর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করুন।।রাজ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে, রাজস্থানের সমস্ত স্কুল ভবনের একটি সমীক্ষা করা উচিত।''

You might also like!