নয়াদিল্লি, ২৬ জুলাই : থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতে উত্তপ্ত দক্ষিণ-পূর্ব এশিয়া। শুক্রবার দ্বিতীয় দিনেও পুরোদমে চলছে সংঘর্ষ। বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। শনিবার সকাল পর্যন্ত এই সংঘাতের জেরে মৃত্যু হয়েছে ৩২ জনের। ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে দু’দেশের সীমান্ত থেকে অন্তত ১ লক্ষ ৩০ হাজার মানুষ ঘর ছেড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার নিউ ইয়র্কে তড়িঘড়ি বৈঠকে বসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। রুদ্ধদ্বার বৈঠক হয় রাষ্ট্রসঙ্ঘে।
উভয় দেশকেই যুদ্ধবন্দিদের মুক্তি দিয়ে মধ্যস্থতার পথে হাঁটার পরামর্শ দিয়েছে। যদিও কম্বোডিয়ার তরফে যুদ্ধবিরতির আর্জি জানানো হয়েছে। এর মাঝেই কম্বোডিয়ায় থাকা ভারতীয়দের জন্য একটি নির্দেশিকা জারি করা হল। কম্বোডিয়ায় থাকা ভারতীয় দূতাবাসের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধ চলছে, কোনও ভারতীয় এই সময়ে সীমান্ত এলাকায় সফরে যাবেন না। কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। দেওয়া হয়েছে একটি ফোন নম্বর ও ইমেল আইডি।