শ্রীনগর, ২ আগস্ট : অপারেশন আখল অভিযানের অধীনে, জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে এক জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল এলাকার জঙ্গলে জঙ্গিদের খোঁজে শুক্রবার থেকে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি শুরু হয়। গতকাল রাতে সেনা জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে নিহত হয় এক জঙ্গি। সারারাত জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। শনিবার সকালেও সংঘর্ষ থামেনি। এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে, অভিযান চলছে। ওই এলাকায় সম্ভবত আরও এক জঙ্গি লুকিয়ে রয়েছে।