Country

3 hours ago

Rahul Gandhi: ভারতে নির্বাচনী ব্যবস্থা ইতিমধ্যেই মৃত, আর এটাই সত্য,রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২ আগস্ট : নির্বাচনী ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার দিল্লিতে অনুষ্ঠিত ২০২৫ সালের বার্ষিক আইনি সম্মেলনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, "আগামী কয়েক দিনের মধ্যে আমরা প্রমাণ করতে যাচ্ছি, কীভাবে একটি লোকসভা নির্বাচনে কারচুপি করা যেতে পারে এবং কারচুপি করা হয়েছিল।" তিনি আরও বলেন, "সত্য হল যে ভারতের নির্বাচন ব্যবস্থা ইতিমধ্যেই মৃত। খুব অল্প সংখ্যাগরিষ্ঠতায় ভারতের প্রধানমন্ত্রী হলেন ভারতের প্রধানমন্ত্রী। যদি ১৫টি আসনে কারচুপি হত, তাহলে তিনি ভারতের প্রধানমন্ত্রী হতেন না।"

রাহুল গান্ধী বলেছেন, "রাফাল চুক্তির ওপর আমাদের কাছে একটি নথি ছিল। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, কালো এবং সাদা, যে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় নিরাপত্তা সংস্থা রাফাল চুক্তিতে হস্তক্ষেপ করেছে এবং রাফাল চুক্তির ক্ষতি করেছে। এই নথি নিজেই বিশ্বের যে কোনও দেশের যে কোনও সরকারের পতন ঘটাতে পারত। কিছুই ঘটেনি। আপনি জানেন নথিটি কোথায় গেল। আপনি জানেন নথিটি কোথায় মারা গেল।"


You might also like!