শ্রীনগর, ২ আগস্ট : আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিতেই ভিজছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। তবে, ৪-৬ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ আগস্ট পর্যন্ত মৃদু গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে জম্মুতে, গরম থাকবে কাশ্মীরেও। একইসঙ্গে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হবে। এরপর ৪-৬ আগস্ট পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত।