Entertainment

15 hours ago

Ruchi Gujjar latest update:‘গলায় প্রধানমন্ত্রীর ছবি, হৃদয়ে প্রেমঘটিত যন্ত্রণা!’ এবার পুলিশের দ্বারস্থ রুচি গুজ্জর

Ruchi Gujjar latest update
Ruchi Gujjar latest update

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : আবারও শিরোনামে উঠে এলেন অভিনেত্রী রুচি গুজ্জর। এক সময় কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটে নজর কেড়েছিলেন তিনি। এবার গুরুতর অভিযোগ আনলেন প্রযোজক কর্ণ সিংহ চৌহানের বিরুদ্ধে। রুচির দাবি, ‘সালাং ভ্যালি’ ছবির কাজের জন্য কর্ণ তাঁর কাছ থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন। এমনকি এক বিনোদন সংস্থার সঙ্গে চুক্তিপত্রেও সই করেন প্রযোজক। কিন্তু এরপর কোনও কাজই হয়নি। রুচির অভিযোগ, টাকা নিয়ে প্রতারণা করেছেন কর্ণ। গত ২৪ জুলাই তিনি ওশিয়াড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে।

জানা গিয়েছে, মুম্বইয়ে যোগেশ্বরী ওয়েস্টে প্রযোজক কর্ণের সঙ্গেই থাকতেন রুচি। বিশেষ সম্পর্কের সূত্রেই তাঁর আগামী কাজে টাকা বিনিয়োগ করতে রাজি হয়েছিলেন তিনি। রুচি বলেন, “নয়না শেখ নামের এক জনের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন কর্ণ। আমায় বলা হয়েছিল ওই মহিলা একটি বিনোদন সংস্থায় চাকরি করেন। তিনিই আমাদের প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি করবেন। সেই হিসাবেই আমি ২৫ লক্ষ টাকা দিতে রাজি হই।”

অভিনেত্রীর দাবি, এই সাক্ষাতের পরেই কর্ণ তাঁকে তাগাদা দিতে শুরু করেন টাকা দেওয়ার জন্য। কথা মতো ছয় দফায় পুরো ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন রুচি। কিন্তু তার পর সেই ছবি আর শুরু হয়নি। পরে রুচি যোগাযোগ করেছিলেন নয়নার সঙ্গেও। তিনি পুরো ঘটনাই নাকি অস্বীকার করেন। রুচি বলেন, “আমার টাকা নিয়ে ও কী করেছে, তা জানতে চাইলে বলেন, অন্য সিনেমায় বিনিয়োগ করেছেন, সেই ছবিতে আমার নাম দেখানো হবে।”


You might also like!