আরারিয়া ২৫ জুলাই : নেপাল থেকে বাইকে পাচার করা নেপালি মদের একটি চালান আটক করেছে এসএসবি ৫৬তম ব্যাটালিয়নের জওয়ানরা। এসএসবি এই ঘটনায় চোরাকারবারীকেও গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের পর বাজেয়াপ্ত করা মদ এবং মোটরসাইকেল সহ আবগারি বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় সীমান্ত ভারত-নেপাল সীমান্তের কাছে ভারতের প্রায় সাড়ে তিন কিলোমিটার ভেতরে পিপড়া ঘাটে এই অভিযান চালায় এসএসবির বিশেষ টহলদারী দল। চোরাকারবারী বাইকে তিনটি বস্তায় নেপালি মদ আনছিল। এই সময় এই অভিযান চালানো হয়। মোট মদের পরিমাণ ১১৬.৭ লিটার। এসএসবি ৫৬তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুরেন্দ্র বিক্রম শুক্রবার সকালে এই খবর জানিয়েছেন।