Country

4 hours ago

Indian Army: ২০০ কোটি ডলার! আমেরিকার হাত ধরে সশস্ত্র পাকিস্তান, সেনার পোস্ট ঘিরে চাঞ্চল্য

The clip, shared by the Eastern Command of the Indian Army
The clip, shared by the Eastern Command of the Indian Army

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল ও অস্ত্র কেনা নিয়ে তাঁর ক্ষোভ স্পষ্ট। এমনকি এই কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এই কূটনৈতিক টানাপড়েনের আবহে পাকিস্তানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গ টেনে সমাজমাধ্যমে এক সরাসরি বার্তা দিল ভারতীয় সেনা।

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড থেকে মঙ্গলবার পুরনো একটি সংবাদপত্র প্রতিবেদনের ছবি প্রকাশ করা হয়েছে। ১৯৭১ সালের ৫ অগস্টের প্রতিবেদন। অর্থাৎ, ঠিক ৫৪ বছর আগে। ওই সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৯৫৪ সাল থেকে শুরু করে তখনও পর্যন্ত ২০০ কোটি ডলারের মার্কিন অস্ত্র পাকিস্তানকে সরবরাহ করেছে ওয়াশিংটন। ছবিটির সঙ্গে সংবাদ শিরোনামটি উল্লেখ করে মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে ভারতীয় সেনা লিখেছে, “সেই বছর, এই দিনে”। এর পরে আরও লেখা হয়েছে, ‘যুদ্ধ পরিস্থিতি যে ভাবে তৈরি হয়েছিল’।ওই সময়ে আমেরিকার সঙ্গে পাকিস্তানের মসৃণ কূটনৈতিক সম্পর্কের কথা নতুন কিছু নয়। দেশভাগ পরবর্তী সময়ে পাকিস্তানের বিদেশনীতি অনেকটাই ছিল আমেরিকাঘেঁষা। তবে বর্তমান পরিস্থিতিতে ভারত-পাক সংঘর্ষবিরতি পরবর্তী সময়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের আবহে ভারতীয় সেনার এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প বিভিন্ন সময়ে দাবি করেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ তিনিই থামিয়েছেন। ভারত বার বার স্পষ্ট করে দিয়েছে, সংঘর্ষবিরতিতে তৃতীয় কোনও দেশের ভূমিকা নেই। তবে পাকিস্তান আবার সংঘর্ষবিরতিতে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে। এমনকি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ারও প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি হোয়াইট হাউস থেকে ঘুরে এসেছেন। ট্রাম্পের সঙ্গে বসে মধ্যাহ্নভোজও সেরেছেন তিনি।

পরবর্তী সময়ে দেখা যায়, ভারত-সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় আমেরিকা কম শুল্ক চাপিয়েছে পাকিস্তানের উপর। ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেও পাকিস্তানের ক্ষেত্রে তা ১৯ শতাংশেই সীমিত রয়েছে। পাশাপাশি মস্কোর সঙ্গে ব্যবসায়িক ঘনিষ্ঠতা নিয়েও ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ভারতীয় অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলে খোঁচা দিয়েছেন তিনি। সোমবারও ভারতকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, নয়াদিল্লির উপর শুল্ক আরও বৃদ্ধি করবে আমেরিকা।ট্রাম্পের ওই মন্তব্যের পরে সোমবার রাতেই বিবৃতি দেয় ভারতীয় বিদেশ মন্ত্রক। জানিয়ে দেওয়া হয়, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বার বার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায্যই নয়, অযৌক্তিকও। ইউরোপ এবং আমেরিকারও যে রাশিয়ার সঙ্গে ব্যবসা করে, তা-ও স্মরণ করিয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, শুধু ২০২৪ সালেই ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে ৬৭,৫০০ কোটি ইউরোর দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। আমেরিকাও যে নিজেদের পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক রাশিয়ার থেকে কেনে, সে কথাও উল্লেখ করেছে ভারত। ঘটনাচক্রে, ট্রাম্পের মন্তব্য, নয়াদিল্লির বিবৃতি এবং কূটনৈতিক টানাপড়েনের মাঝেই ৫৪ বছর আগে আমেরিকা এবং পাকিস্তানের ব্যবসার কথা স্মরণ করিয়ে দিল ভারতীয় সেনা।

You might also like!