কলকাতা, ৩১ জুলাই : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি হয়েই চলেছে। পুরোদমে সক্রিয় রয়েছে বর্ষা। বুধবার গভীর রাতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহর ও শহরতলির আকাশ মেঘাচ্ছন্ন। মাঝেমধ্যেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হচ্ছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি , যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। আবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। বৃষ্টির জেরে শহর কিছুটা স্বস্তি পেলেও আর্দ্রতার মাত্রা রীতিমতো অস্বস্তিকরই রয়েছে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।