Country

5 hours ago

Satya Pal Malik:প্রয়াত প্রাক্তন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক

Satya Pal Malik
Satya Pal Malik

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং গত ১১ মে থেকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখযোগ্য, ২০১৮ সালের ২৩ আগস্ট থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের দায়িত্বে ছিলেন সত্যপাল মালিক।

সত্যপাল মালিকের আমলেই ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করা হয় এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলুপ্তি ঘটে। তা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। প্রসঙ্গত, আজই এই সিদ্ধান্তের ষষ্ঠ বছর পূর্ণ হল। এবং এই দিনেই সত্যপাল মালিক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হওয়ার আগে তিনি ২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বিহারের রাজ্যপালের দায়িত্ব সামলান। এর আগে ২০১৮ সালের ২১ মার্চ থেকে ২৮ মে তাঁকে ওড়িশার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মেঘালয়ের ২১তম রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন সত্যপাল।

১৯৪৬ সালের ২৪ জুলাই উত্তরপ্রদেশের হিসাওয়াদা গ্রামের এক জাঠ পরিবারে জন্ম সত্যপালের। তিনি মীরাট বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮-৬৯ সালে মীরাট বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন সভাপতি হওয়ার মাধ্যমেই তাঁর রাজনৈতিক কেরিয়ারের সূত্রপাত। ১৯৭৪-৭৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য ছিলেন তিনি। পরে ১৯৮০ থেকে ১৯৮৬ এবং ১৯৮৬-৮৯ সাল পর্যন্ত রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেন সত্যপাল। জনতা দলের সদস্য হিসেবে আলিগড় থেকে নবম লোকসভার সদস্য ছিলেন ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত।

সত্যপালের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকা অভিযোগ উঠেছিল। গত মে মাসে কিরু জলবিদ্যুৎ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে সত্যপাল-সহ পাঁচজনের নাম ছিল। ২০২২ সালে কিরু জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে তদন্তের আবেদন জানায় জম্মু-কাশ্মীর সরকার। বেশ কিছু ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপরই ২০২৪ সালে এই প্রকল্পে ২২০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে। চার্জশিট দেওয়ার কথা জানাজানি হতেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সব অভিযোগ অস্বীকার করেন সত্যপাল। 


You might also like!