West Bengal

6 hours ago

Weather forercast of Bengal: গুমোট গরম অনুভূত কলকাতায়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ২ আগস্ট : বৃষ্টির দাপট কমতেই গুমোট গরম অনুভূত হচ্ছে মহানগরী কলকাতায়। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে ঠিকই, তাতে স্বস্তিদায়ক আবহাওয়া উধাও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টিপাত বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৩ আগস্টও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি প্রত্যাশিত। উত্তরবঙ্গে আগামী ৭ আগস্ট পর্যন্ত কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামী ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টি হবে। ৪-৬ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিজনিত সতর্কতা নেই। এরপর ৭ আগস্ট মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টি হতে পারে। ৩ আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে কমবেশি বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে খুবই সামান্য বেশি।

You might also like!