Country

23 hours ago

India domestic market:ভারতের শক্তিশালী অভ্যন্তরীণ বাজার রয়েছে: শশী থারুর

India domestic market
India domestic market

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প যে ভাবে ভারতের উপরে শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন, তা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর মতে, আলোচনা চলাকালীন ভারত সীমিত কিছু নমনীয়তা দেখাতে পারে।

আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা সম্পর্কে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, এটি একটি চ্যালেঞ্জিং আলোচনা। আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি। আমেরিকাই একমাত্র আলোচনাকারী নয়। ইইউর সাথে আমাদের আলোচনা চলছে, আমরা ইতিমধ্যেই যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি এবং আমরা অন্যান্য দেশের সঙ্গেও কথা বলছি। যদি আমরা আমেরিকায় প্রতিযোগিতা করতে না পারি, তাহলে আমাদের আমেরিকার বাইরে আমাদের বাজারকে উন্মুক্ত করতে হতে পারে। আমাদের বিকল্প নেই। এটাই ভারতের শক্তি; আমরা চীনের মতো সম্পূর্ণরূপে রপ্তানি-নির্ভর অর্থনীতি নই। আমাদের একটি ভালো এবং শক্তিশালী অভ্যন্তরীণ বাজার রয়েছে। সম্ভাব্য সর্বোত্তম চুক্তি খুঁজে পেতে আমাদের আলোচকদের দৃঢ় সমর্থন দিতে হবে। যদি একটি ভালো চুক্তি সম্ভব না হয়, তাহলে আমাদের সরে যেতে হতে পারে।

You might also like!