নয়াদিল্লি, ২৯ জুলাই : ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। সোমবার রাতে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। ভারতীয় সময় সোমবার রাত ১২.১১ মিনিটে এই কম্পন হয়। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। তবে এর জেরে কোনও ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি আরও জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ার থেকে ৫৩৮ কিলোমিটার দক্ষিণে এবং দিগলিপুর থেকে ৭১৭ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। প্রসঙ্গত, আন্দামান এবং আশপাশের দ্বীপপুঞ্জগুলি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। এর ফলে ওই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়।