Game

14 hours ago

Manchester Test day 3 update:ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে হারিয়ে যাচ্ছে ভারত

india vs England Manchester Test
india vs England Manchester Test

 

ইংল্যান্ড, ২৬ জুলাই :ম্যানচেস্টার টেস্ট থেকে হারিয়ে যাচ্ছে ভারত। আর এই টেস্ট হারলেই সিরিজ হারাবে ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের যা অবস্থা, তাতে এই টেস্টে ভারতের জেতা বা ড্র করার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবহাওয়া বিরূপ না হলে জয় পেতে এর অসুবিধা হবে না বলে মনে হয়তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ৫৪৪/৭। এগিয়ে রয়েছে ১৮৬ রানে। আগের দিন বল হাতে ৫ উইকেট নেওয়া স্টোকস অপরাজিত আছেন ৭৭ রানে। দিনের উজ্জ্বলতম নাম রুট। ৩৮ নম্বর টেস্ট সেঞ্চুরির(১৫০) দেখা পেলেন তিনি।

উইকেটে ২২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম সেশনে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে করে ১০৭ রান। লাঞ্চ বিরতির পর তৃতীয় ওভারে পোপকে ফিরিয়ে (১২৮ বলে ৭১) ১৪৪ রানের জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এক ওভার পর তিনি আউট করেন হ্যারি ব্রুকে

রুট এরপর আরেকটি শতরানের জুটি গড়েন অধিনায়ক স্টোকসকে নিয়ে। ভারতের বিপক্ষে টেস্টে ১২তম ও সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন তিনি। এরপর স্টোকস ফিফটি করেন। এরপর পায়ে ক্র্যাম্প করায় ৬৬ রানে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক। এরপর ১২০ রানে পৌঁছে পন্টিংকে ছাড়িয়ে যান রুটদেড়শ ছোঁয়ার পরই জাদেজার বলে স্টাম্পড হয়ে ফেরেন তিনি। এরপর আউট হন জেমি স্মিথ। তাঁকে ফিরিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। দ্রুতই ক্রিস ওকসকে বোল্ড করে দেন আরেক পেসার মহম্মদ সিরাজস্টোকস আবার ব্যাটিংয়ে নামেন। লিয়াম ডসনকে নিয়ে দিনের বাকিটা কাটিয়ে দেন তিনি। চতুর্থ দিনে অধিনায়কের সামনে থাকছে সেঞ্চুরির হাতছানি।

You might also like!