নয়াদিল্লি, ২৯ জুলাই : সংসদ ভবন চত্বরে নির্বাচন কমিশন ও ‘ভোট লুট’-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।
বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কার্যকর করা নিয়ে বর্তমানে জাতীয় রাজনীতি তোলপাড়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে মঙ্গলবার সংসদে নির্বাচন কমিশন ও ‘ভোট লুট’-এর বিরুদ্ধের বিক্ষোভ দেখালেন তৃণমূলের সাংসদরা।
"ভোট লুট মানছি না" এই স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন, মহুয়া মৈত্র, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।